ইংল্যান্ডের অ্যাভন নদীর সাথে বিস্তৃত মাঠের ব্যপ্তি যেখানে দেখা যায় তার নাম স্টাটফোর্ড। এই স্টাটফোর্ডের ছোট্ট শহর আপন অ্যাভন এর বাসিন্দা ছিলেন জন শেক্সপিয়ার এবং তার স্ত্রী মেরী শেক্সপিয়ার। জন শেক্সপিয়ার ছিলেন তৎকালীন স্টাটফোর্ডের ওল্ডারম্যান বা পৌরজন। তাঁর হাতে শোভা পেত সম্মানসূচক “ওল্ডারম্যান রিং” বা “পৌরজনের আংটি”। এ দম্পতির ১ম চার সন্তানের মৃত্যুর পর যে সন্তান তাদের ঘর আলো করে আসে, সে শুধু তার সমকাল …