মেকানিকাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ মনে করো গ্রীষ্মের কোনো এক রোদ্রদীপ্ত দুপুরে তুমি স্কুল থেকে বাসায় আসলা। খেয়াল করলা তুমি প্রচন্ড তৃষ্ণার্ত। তুমি ঝটপট ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে ফেললা। আহা কি শান্তি! আচ্ছা, এটা খুবই বেসিক একটি ব্যাপার না? কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই সিম্পল ব্যাপারটির পেছনে কি মেকানিজম কাজ করে? এই যে বাক্স টাইপ মেশিন যেটা আমরা ফ্রিজ নামে চিনি, এটা …